ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাকিস্তানি এলপিজি ট্যাংকারে ইসরায়েলের ড্রোন হামলা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ পিএম

পাকিস্তানি একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। চলতি মাসের শুরুর দিকে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাস আল-এসা বন্দরে নোঙর করেছিল।

পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য জানান। খবর দ্য ডনের। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মহসিন নাকভি লেখেন, ‘একটি এলপিজি ট্যাংকার, যেটিতে ২৭ ক্রু (ক্যাপ্টেন মুখতা আকবরসহ ২৪ পাকিস্তানি, দুজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি) ইসরায়েলের ড্রোন হামলার স্বীকার হয়েছে। ট্যাংকারটি রাস আল-এসা বন্দরে গত ১৭ সেপ্টেম্বর হামলার কবলে পড়ে।’

তিনি লেখেন, ‘ড্রোন হামলার পর জাহাজটির একটি এলপিজি বিস্ফোরিত হওয়ার পর এতে আগুন ধরে যায়। যা ক্রুরা নিয়ন্ত্রণে আনেন। এরপর হুথিরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং ক্রুদের জিম্মি করে। 

তবে হুথিরা পরবর্তীতে ট্যাংকার ও ক্রুদের ছেড়ে দেয়। এখন এটি ইয়েমেনের জলসীমার বাইরে রয়েছে বলেও জানিয়েছেন নাকভি। 

ক্রুদের নিরাপত্তা নিয়ে আশাহত হলেও বেসামরিক ও নিরপত্তাকর্মীদের প্রচেষ্টায় পাকিস্তানি ক্রুরা মুক্তি পান বলে উল্লেখ করেছেন তিনি।

AHA
আরও পড়ুন