ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভারতের দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম

ভারতের ছত্তিশগড় রাজ্যের বিলাসপুরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভি।

মঙ্গলবার (৪ নভেম্বর) ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর জেলার কাছে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ইন্ডিয়া টিভির প্রতিবেদন মতে, মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর জেলার কাছে এই দুর্ঘটনা ঘটে। বিলাসপুর-কাটনি রুটে জয়রামনগর স্টেশনের কাছে একটি যাত্রীবাহী ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে।

ঘটনাস্থল রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ১১৬ কিলোমিটার দূরে। প্রতিবেদন মতে, সংঘর্ষটি এতটাই জোরালো যে যাত্রীবাহী ট্রেনের সামনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর এখন উদ্ধার অভিযান চলছে। একাধিক বগির মধ্যে যাত্রী আটকে রয়েছে। 

জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সঞ্জয় আগরওয়াল জানিয়েছেন, ‘উদ্ধারকারী দল ট্রেনের ভেতরে আটকে থাকা যাত্রীদের বের করতে বগি কেটে ফেলার চেষ্টা করছে।’ 
 
দুর্ঘটনার ফলে ট্রেনলাইনের ওপরের বৈদ্যুতিক লাইন এবং সিগন্যালিং ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে ওই রুটে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। বেশ কয়েকটি এক্সপ্রেস ও যাত্রীবাহী ট্রেনের যাত্রা বাতিল বা ঘুরিয়ে দেয়া হয়েছে এবং আটকে পড়া যাত্রীদের সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
 
এক প্রতিক্রিয়ায় ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অরুণ সাও। তিনি বলেছেন, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজ্য সরকারের কর্মকর্তারা ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলে রয়েছেন।
 
এদিকে রেলওয়ে ঘোষণা করেছে, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দশ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের পাঁচ লক্ষ টাকা করে দেয়া হবে। সামান্য আহত যাত্রীদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। খবর ইন্ডিয়া টিভির।

FJ
আরও পড়ুন