আতিফ আসলামের কনসার্ট বাতিল, শিল্পী দুঃখ প্রকাশ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ এএম

ঢাকায় একের পর এক কনসার্ট বাতিলের মিছিলে এবার যুক্ত হলো পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের নাম। আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকায় তার পারফর্ম করার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ছাড়পত্র ও সরকারি অনুমতি না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন আতিফ আসলাম নিজেই। বাংলাদেশি ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি লিখেন, ‘প্রিয় বাংলাদেশি ভক্তরা, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ ডিসেম্বর ঢাকায় আমাদের কনসার্টটি আর অনুষ্ঠিত হচ্ছে না। কারণ, আয়োজক ও ম্যানেজমেন্ট দল প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তাজনিত ছাড়পত্র এবং লজিস্টিকসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেনি।’

এবারের কনসার্টটি যৌথভাবে আয়োজন করছিল ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘মেইন স্টেইজ’ নামের দুটি প্রতিষ্ঠান। আয়োজকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া না হলেও, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সরকার এই কনসার্টের অনুমতি দেয়নি। আয়োজকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত নথিপত্র চূড়ান্ত করতে ব্যর্থ হয়।

‘চলঘুরি’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই কনসার্টের টিকিট বিক্রি করা হয়েছিল, যার মূল্য ছিল আড়াই হাজার থেকে নয় হাজার টাকা পর্যন্ত। হঠাৎ কনসার্ট বাতিলের খবরে টিকিট ক্রেতাদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই এখন টিকিটের টাকা ফেরত (রিফান্ড) পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, শেষ মুহূর্তে এভাবে অনুষ্ঠান বাতিল হওয়ায় দর্শকরা যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কনসার্ট আয়োজকদের সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। ঘনঘন এমন বাতিলে ভবিষ্যতে বড় তারকারা বাংলাদেশে আসতে নিরুৎসাহিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

DR