রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু হওয়া দুই বছরের শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠে জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। ছোট্ট সাজিদের বিদায়ে কোয়েলহাট গ্রামসহ আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সকাল থেকেই মসজিদের মাইকে বারবার ভেসে আসছিল সাজিদের মৃত্যুর সংবাদ। এই খবরে গ্রামের সব কাজকর্ম যেন স্থবির হয়ে পড়ে। দোকানপাট বন্ধ রেখে এবং মাঠের কাজ ফেলে হাজারো মানুষ ছুটে আসেন সাজিদের বাড়িতে। সবার চোখেমুখে ছিল বিষাদের ছাপ। জানাজায় ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান।
জানাজা শেষে যখন শিশুটির ছোট্ট কফিন কবরের দিকে নেওয়া হচ্ছিল, তখন উপস্থিত স্বজন ও গ্রামবাসীর কান্নায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সন্তানকে হারিয়ে সাজিদের মা-বাবার আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস। গ্রামবাসী জানান, এমন শোকাবহ দৃশ্য আগে কখনো দেখেনি কোয়েলহাট গ্রাম।
নিহত সাজিদ তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে। গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গভীর নলকূপের সরু গর্তে পড়ে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।
দীর্ঘ ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ৪০ ফুট মাটি খুঁড়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার রাতেই তার মরদেহ বাড়িতে আনা হয়।
নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ উদ্ধার