আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সংশোধিত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই তালিকায় পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত গেজেট অনুযায়ী বাগেরহাট জেলায় একটি সংসদীয় আসন বেড়েছে এবং গাজীপুর জেলায় একটি আসন কমেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (নম্বর-১৭.০০.০০০০.০২৫.২২.০৯০.২৪-৮৭৫) এই তথ্য জানানো হয়।
কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর-১৫৫৩৭/২০২৫ এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর-৪৬৭৬/২০২৫-এর রায় ও আদেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদালতের নির্দেশনায় ২০২৩ সালের ১ জুন প্রকাশিত গেজেট অনুযায়ী বাগেরহাট জেলার ৯৫ থেকে ৯৮ নম্বর ক্রমিক এবং গাজীপুর জেলার ১৯৪ থেকে ১৯৮ নম্বর ক্রমিক পর্যন্ত নির্বাচনি এলাকার সীমানা অক্ষুণ্ণ রাখার কথা বলা হয়েছে। আদালতের এই রায় অনুসরণের ফলে গত ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত তালিকা সংশোধন করে বাগেরহাট জেলায় ১টি আসন বৃদ্ধি এবং গাজীপুর জেলা থেকে ১টি আসন হ্রাস করা হয়েছে।
এর আগে গত ৩০ জুলাই ২০২৫ তারিখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রাথমিক তালিকা প্রকাশ করে দাবি ও আপত্তি আহ্বান করেছিল ইসি। পরে শুনানি ও পর্যালোচনা শেষে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তবে আইনি জটিলতা ও আদালতের রায়ের পর সেই তালিকায় এই সংশোধনী আনতে হলো।
ইসি সূত্র জানায়, আদালতের নির্দেশনা ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আসনসীমা পুনর্নির্ধারণের এই হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়েছে, যাতে আসন্ন নির্বাচনে আসন বিন্যাস আরও যৌক্তিক ও সুনির্দিষ্ট হয়।
তফসিলের পর রাজনৈতিক দল নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা: ইসি সচিব