‘বাংলাদেশি ভেবে’ কেরালায় একজনকে হত্যা, ছড়িয়ে পড়েছে আতঙ্ক 

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ এএম

‘বাংলাদেশের নাগরিক সন্দেহে’ একজন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতের কেরালার পালাক্কাদ জেলায় গণপিটুনির এই ঘটনা ঘটে। এক প্রদেশ থেকে অন্য প্রদেশে গিয়ে কাজ করতেন ওই দলিত (ভারতে সামাজিক বৈষম্য ও নিপীড়নের শিকার) শ্রমিক। 

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় শনিবার (২০ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার জেরে ওই এলাকায় কর্মরত অন্যান্য শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, নিহত শ্রমিকের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে গত ১৩ ডিসেম্বর তিনি কেরালার পালাক্কাদে আসেন এবং একটি নির্মাণস্থলে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছিলেন। নিহতের আত্মীয় কিশান বাঘেলের বক্তব্য অনুযায়ী, একই গ্রামের দূরসম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে রামনারায়ণ কেরালায় যান। সংবাদমাধ্যমকে কিশান জানান, ‘রামনারায়ণ অত্যন্ত দরিদ্র ছিলেন। তার স্ত্রী ললিতা এবং প্রায় আট ও নয় বছর বয়সি দুই ছেলে আছে।’

অন্য একটি সূত্রের দাবি, এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি চুরির ঘটনার পর রামনারায়ণকে চোর বলে ভুল সন্দেহ করা হয়। এরপর একদল লোক লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে, যার ফলে তার মৃত্যু হয়।
 
খবর পাওয়ার পর রামনারায়ণের স্ত্রী শুক্রবার (১৯ ডিসেম্বর) পালাক্কাদের উদ্দেশ্যে রওনা দেন। এ ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘাত ঠেকাতে সেখানে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। প্রতিবেদন অনুসারে, এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় এরইমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে কেরালা পুলিশ। ঘটনার মূল কারণ ও উদ্দেশ্য জানতে তদন্ত শুরুর পাশাপাশি একটি মামলাও করা হয়েছে।

HN
আরও পড়ুন