শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ এএম

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল স্থগিত করা হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘাট কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর থেকে নদী ও আশপাশের এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। একপর্যায়ে নৌপথের সিগন্যাল ও মার্কিং দেখা দুষ্কর হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, ‘কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ভোরে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি। সবগুলো ফেরি নিরাপদ স্থানে নোঙর করা আছে। কুয়াশার ঘনত্ব কমে দৃশ্যমানতা ফিরে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।’

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের দুই প্রান্তে বেশ কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে পড়েছে। এতে শীতের সকালে যাত্রী ও চালকদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

DR/AHA
আরও পড়ুন