ব্যক্তিগত জীবন নিয়ে ঋতাভরীর ভক্তদের প্রশ্নে চমকপ্রদ উত্তর

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী আবারও আলোচনায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন ও প্রেম নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি।

সেই সেশনে এক ভক্ত প্রশ্ন করেন, বয়সে বড় ও পরিণত পুরুষদের প্রতি তার আগ্রহ রয়েছে কি না। এমন ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত না হয়ে হাসিমুখে জবাব দেন ঋতাভরী। তিনি স্পষ্টভাবে জানান, এ ধরনের তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

বর্তমানে ঋতাভরীর প্রেমিক সুমিত আরোরা বলিউডের পরিচিত চিত্রনাট্য ও সংলাপ লেখক। শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘জাওয়ান’ ছাড়াও ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ন’ এবং জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান’-এর মতো একাধিক সফল প্রজেক্টে রয়েছে তার কাজ। দীর্ঘদিনের সম্পর্কের পর ইতোমধ্যে সুমিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।

এর আগে এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে ছিলেন ঋতাভরী। বিয়ের বিষয়টি প্রায় চূড়ান্ত হলেও ব্যক্তিগত কারণে শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায়। এছাড়া নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে তার প্রেমের গুঞ্জনও একসময় শোনা গিয়েছিল।

উল্লেখ্য, ঋতাভরীর আগের সম্পর্কগুলোতে বয়সের ব্যবধান নিয়ে আলোচনা থাকায় বয়সে বড় পুরুষদের প্রতি তার আগ্রহ নিয়ে নানা জল্পনা তৈরি হয়। তবে সাম্প্রতিক বক্তব্যে বিষয়টি নিয়ে কোনো নির্দিষ্ট অবস্থান নেননি এই অভিনেত্রী।

MNUM
আরও পড়ুন
সর্বশেষপঠিত