কলকাতার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মধুমিতা সরকার আবারও নতুন অধ্যায়ের পথে। দীর্ঘদিনের বন্ধু দেবমাল্যর সঙ্গে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই গায়ে হলুদের রঙিন আয়োজনে ধরা পড়ল অভিনেত্রীর প্রাণবন্ত মুহূর্ত।
শুক্রবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত গায়ে হলুদের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী হলুদ শাড়িতে দেখা যায় মধুমিতাকে। হালকা সাজে, ফুলের গয়নায় নিজেকে সাজালেও আনন্দ প্রকাশে ছিলেন একেবারেই মুক্ত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গায়ে হলুদ শেষে রোদচশমা পরে বন্ধুদের সঙ্গে জনপ্রিয় গান ‘কালা চশমা’র তালে নেচে উঠেছেন তিনি।
বিয়ের প্রস্তুতির মধ্যেই সম্প্রতি প্রেমিক দেবমাল্যর সঙ্গে বাগদানের ছবি শেয়ার করে ভক্তদের সুখবর দেন মধুমিতা। সেই ছবিগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

উল্লেখ্য, এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে ১৮ বছর বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। পরবর্তীতে নানা কারণে সেই সম্পর্কের ইতি ঘটে।
ক্যারিয়ারের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকে অভিনয় করছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ও বড় পর্দায়ও নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।
নতুন জীবনের শুরুতে মধুমিতার উচ্ছ্বাস আর হাসিখুশি মুহূর্তগুলো ইতোমধ্যেই ভক্তদের মন কেড়েছে।

