রাজধানীর মিরপুরে ব্যতিক্রমী এক প্রচারণার মাধ্যমে নির্বাচনি মাঠ গরম করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় মিরপুর-১০ নম্বর এলাকায় একটি আধুনিক 'মাল্টিমিডিয়া নির্বাচনি বাস' উদ্বোধন করেন দলের আমির ডা. শফিকুর রহমান। এই মাল্টিমিডিয়া বাসটি রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নেবে বলে জানা গেছে।
বাস উদ্বোধন শেষে জামায়াত আমির বলেন, ‘যাদের হাতে দেশের সম্পদ ও সম্মান নিরাপদ, ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ তাদের হাতেই রাষ্ট্র পরিচালনার চাবি তুলে দেবে।’
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। ১৮ কোটি মানুষের বিজয় তখনই নিশ্চিত হবে, যখন নির্বাচনে জামায়াত জয়ী হবে।
আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে- এমন প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের স্থানীয় ভোটারদের কাছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
শেরপুরে সাম্প্রতিক হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, জনগণের প্রতি যাদের আস্থা নেই, তারাই এমন হামলা চালাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
দুপুরে জামায়াতে ইসলামীর জরুরি সংবাদ সম্মেলন
