ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরানো হলো ত্রিপুরা-কলকাতার হাইকমিশনারকে

মাত্র ২৪ ঘণ্টার নোটিশে এই দুই বাংলাদেশি কূটনীতিককে সাময়িকভাবে প্রত্যাহার করে দেশের ফিরিয়ে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পিএম

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পশ্চিমবঙ্গের কলকাতার উপহাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে ওই দুই মিশনের প্রধানকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।

ভারতের কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানদের সাময়িকভাবে প্রত্যাহার করেছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

মাত্র ২৪ ঘণ্টার নোটিশে এই দুই বাংলাদেশি কূটনীতিককে সাময়িকভাবে প্রত্যাহার করে দেশের ফিরিয়ে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

ফিরিয়ে নেওয়া দুই কূটনীতিকরা হলেন- ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুর রহমান। এতে বাংলাদেশের প্রতিনিধি শূন্য হয়ে পড়েছে কলকাতা ডেপুটি হাইকমিশন। তবে ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকায় ফিরে আশরাফুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল উগ্র ভারতীয়। হামলায় হাইকমিশনে পতাকা টাঙানোর পুল ভাঙচুর করা হয় এবং আগুন দেওয়া হয় জাতীয় পতাকায়। এরপরই অন্তর্বর্তী সরকার ওই হাইকমিশনের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

AHA/KK
আরও পড়ুন