ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফাইনালে দুশো’র আগেই অলআউট বাংলাদেশ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম

ফাইনালে দুবাইয়ে মন্থর উইকেটে বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ যুব দল।  শিরোপা ধরে রাখার মিশনে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ৪৯.১ ওভারে ১৯৮ রানে অলআউট বাংলাদেশ দল। 

রোববার ফাইনালে দলের হয়ে ৬৫ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন রিজান। ৬৭ বলে ৪০ তুলেন শিহাব জেমস। ১৬৭ রানে ৮ উইকেট হারায় দল। এরপর ৪৯ বলে ৩৯ রানের ইনিংস খেলে ফরিদ রান নিয়ে যান দুইশর কাছাকাছি। 

ভারতের বোলিং আক্রমণে এক পর্যায়ে আরও আগেই অলআউট হতে যাচ্ছিল বাংলাদেশ। তখন নবম উইকেটে ফরিদ হাসান ও মারুফ মৃধার ৩১ রানের জুটি পথ দেখান। ১৬৭ রানে ৮ উইকেট হারানোর পর ফরিদ ও মারুফ খেলেছেন দ্বায়িত্ব নিয়ে। 

মারুফ ১১ রানে অপরাজিত। ফরিদ আউট ৪৯ বলে ৩৯ রানে। এর আগে ইনিংসের প্রথম ওভারে যুধাজিৎ গুহর বলে ছক্কা মেরে বাংলাদেশের রানের খাতা খুলেন জাওয়াদ আবরার। তিনি ফেরেন ২০ রানে। অন্য ওপেনার কালাম সিদ্দিকী ১৬ বলে ১ রান তুলে আউট। অধিনায়ক আজিজুল হাকিম ১৬ রানে ফেরেন। এরপর ৬৭ বলে ৪০ রান করেন শিহাব জেমস। ৬৫ বলে ৪৭ রিজান হোসেন করলেও বড় স্কোর গড়ার হয়নি দলের। 

ভারতের হয়ে যুদ্ধিত গুহ, চেতন শর্মা এবং হার্দিক রাজ নিয়েছেন ২টি করে উইকেট।

আরও পড়ুন