কনসার্টের একদিন আগেই সব টিকিট বিক্রি শেষ! সন্দেহ নেই বাংলাদেশে তুমুল জনপ্রিয় শিল্পী রাহাত ফতেহ আলি খান। পাকিস্তানের জনপ্রিয় এই সংগীতশিল্পী বিপিএল কনসার্টে অংশ নিয়ে পাচ্ছেন মোটা অঙ্কের অর্থ। ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম আয়োজিত কনসার্টে পারিশ্রমিক না নিলেও বিপিএল মিউজিক ফেস্টে গান পরিবেশনের জন্য নিচ্ছেন বড় অঙ্কের অর্থ।
সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই মিউজিক ফেস্টে গাইবেন রাহাত ফতেহ আলি খান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে নিশ্চিত হওয়া গেছে- বিপিএল কনসার্টে পারফর্ম করার জন্য মার্কিন মুদ্রায় প্রায় ২ লাখ ৮৬ হাজার ডলার পারিশ্রমিক পাবেন। যা কীনা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা। শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই অর্থ অনুমোদন করা হয়।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান মিউজিক ফেস্ট আয়োজনের জন্য টাইটেল স্পনসর মধুমতি ব্যাংক ৪ কোটি টাকা দেবে। এই অর্থের প্রায় পুরোটাই রাহাত ফতেহ আলীর পারিশ্রমিকে দেবেনে তারা।
আসন্ন বিপিএল মিউজিক ফেস্টের অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে মিউজিক ফেস্ট, মাসকট উন্মোচন, থিম সং প্রকাশ, জায়ান্ট বেলুন প্রদর্শনী, সোশাল মিডিয়া ক্যাম্পেইন এবং ফ্র্যাঞ্চাইজ শহরগুলোতে ট্রফি ও মাসকট ট্যুরের জন্য প্রায় ৭ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়।
মিউজিক ফেস্টের টিকিটির দাম প্রথমে প্লাটিনাম টিকিটের মূল্য ১২ হাজার টাকা থাকলেও এখন তা ৮ হাজার টাকায় নামানো হয়। গোল্ড টিকিট ৬ হাজার, সিলভার ৪ হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার ৫০০ এবং ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা নির্ধারণ করা হয়।
