ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রোমাঞ্চিত হামজা বললেন, ইনশাল্লাহ ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতবো

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৫:৪৮ পিএম

এমন ভিড় এমন দর্শক উচ্ছাস আগেও দেখেছেন হামজা চৌধুরি। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থেকেই জানেন দর্শক-সমর্থকদের চাপ কেমন হয়? কিভাবে তা সামাল দিতে হবে সেটাও তার বেশ ভালোই জানা। ম্যানচেস্টার থেকে লম্বা ভ্রমন শেষে ১৭ মার্চ দুপুরে সরাসরি সিলেট বিমানবন্দরে এসে পৌছান তিনি।

এর আগেও তিনি বাংলাদেশে এসেছেন। তবে এবারের সফরের মহাত্ম্য ভিন্ন। এখন থেকে বাংলাদেশের জার্সি গায়ে ফুটবল খেলবেন হামজা। আর্ন্তজাতিক ফুটবল অঙ্গনে তার নতুন পরিচয় হচ্ছে তিনি এখন থেকে বাংলাদেশের ফুটবলার। 


 ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টারে খেলা এই ফুটবলারকে সিলেট বিমানবন্দরে বরণ করে নিতে আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়েছিলেন ফুটবল ভক্তরা। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে বাইরে রাখা পোডিয়ামের সামনে দাড়িয়ে নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছেন হামজা। পরিস্কার বাংলায় বললেন, ‘আমি রোমাঞ্চিত। বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে পারবে এই আনন্দে আমি ভীষণ রোমাঞ্চিত।’


আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিরুদ্ধে এশিয়া কাপ বাছাই ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে হামজা দেওয়ান চৌধুরির। সেই ম্যাচ নিয়েও নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন এই তারকা ফুটবলার। বললেন, ‘ ইনশাল্লাহ ভারতের বিরুদ্ধে সেই ম্যাচ জিতবো। জিতে সামনে বাড়বো।  

কয়েকবছর ধরে চেষ্টা চলছিল হামজার বাংলাদেশের হয়ে খেলার চেষ্টা চলছিল। তার পাসপোর্টসহ বাকি আনুষ্ঠানিকতা ও আনুসাঙ্গিক বিষয়ের সমাধান হয় গত বছর আগস্টে।  


কোনো সন্দেহ নেই এই মূহুর্তে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় ব্র্যান্ড হচ্ছেন ইংলিশ ফুটবল লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরি। তার এই ব্র্যান্ড ইমেজ ও পারফরমেন্সের সুবাদে বাংলাদেশ ফুটবল তার হারানো গৌরব ফিরে পাবে এই আশায় বুক বেঁধেছেন ভক্ত-সমর্থকরা। 


 সিলেট বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে সামান্য কথাবার্তা শেষে হামজা ও পরিবার সদস্যরা হবিগঞ্জের বাহুবল গ্রামে যান। পথে পথে দাড়িয়ে থাকা ভক্ত-সমর্থকরা হাততালি ও শ্লোগান দিয়ে তাকে স্বাগত জানায়। 

আরও পড়ুন