আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর নিজের ঘোষণা অনুযায়ী গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাওয়ালেন নেত্রকোণার আলোচিত ইসলামী বক্তা (শিশু বক্তাখ্যাত) রফিকুল ইসলাম মাদানী।
রোববার (১১ মে) বিকালে তিনি নেত্রকোনার পূর্বধলার নিজ গ্রামে গরু জবাই করে এলাকাবাসীর মাঝে বিরিয়ানি বিতরণ করেছেন। তার দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে— এ উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।
স্থানীয় জনগণ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে অবস্থিত মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদরাসার সামনে বিকেল ৩টার দিকে এ আয়োজন করা হয়। তার অনুসারীদের অংশগ্রহণে একটি গরু জবাই করে রাঁধা হয় বিরিয়ানি, যা পরে শতাধিক গ্রামবাসীর মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে রফিকুল ইসলাম বলেন, ‘আমি পূর্বে বলেছিলাম, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে গরু জবাই করে এলাকাবাসীকে খাওয়াবো। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ আমি তা করেছি।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগ ও অন্যান্য ফ্যাসিস্ট শক্তির বিচার নিশ্চিত করতে হবে। এ দাবির প্রতি আমি অটল।’
সাইবার স্পেসেও আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ