ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে ইশরাকের অনুসারীরা 

আপডেট : ২০ মে ২০২৫, ০২:১৫ পিএম

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে টানা ষষ্ঠদিনের মতো অবস্থান নিয়েছেন ইশরাকের অনুসারীরা।

মঙ্গলবার (২০ মে) সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন তারা। এতে করে গুলিস্তান ও বঙ্গবাজার সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। যার কারণে আশপাশের সড়কেও যানজট দেখা দেয়।

অবস্থানকারীরা ইশরাক হোসেনের পক্ষে নানা স্লোগান দিতে থাকেন। একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন।

এদিকে, টানা ছয় দিন ধরে ইশরাকের অনুসারীরা নগর ভবন অবরুদ্ধ করে রাখায় সব সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম  বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে এখনো শপথের আয়োজন হয়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ইশরাকের সমর্থক আন্দোলনকারীরা।

RA
আরও পড়ুন