প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্যবসা ও বাণিজ্য বিষয়ক সেক্রেটারি অফ স্টেট এবং বাণিজ্য বোর্ডের সভাপতি জোনাথন রেনল্ডসের উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার (১১ জুন) ব্রিটিশ পার্লামেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে সামাজিক ব্যবসা, ন্যায্য বাণিজ্য, টেকসই উন্নয়ন এবং উদ্ভাবনী অর্থনৈতিক উদ্যোগ নিয়ে গঠনমূলক আলোচনা হয়। তারা গ্লোবাল সাউথের দারিদ্র্য বিমোচনে সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং উন্নয়ন সহযোগিতায় যৌথ অংশীদারত্বের ওপর জোর দেন।
অধ্যাপক ইউনূস তার বৈপ্লবিক মাইক্রোক্রেডিট মডেলের কার্যকারিতা তুলে ধরেন, যা বিশ্বব্যাপী দারিদ্র্য হ্রাসে প্রভাব ফেলেছে। ব্রিটিশ বাণিজ্য সচিব রেনল্ডস ইউনূসের প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক আন্তর্জাতিক নীতিনির্ধারক ও উন্নয়নসংস্থাগুলোর মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি ও অংশীদারিত্বের পথ উন্মোচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
