ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আগস্টে বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১২:২৮ পিএম

চলতি আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে শেষ মুহূর্তে ভারত বেঁকে বসায় সিরিজটি আর হচ্ছে না। নতুন করে ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত।

গেল মাসেই আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারত না আসায় বিকল্প হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিবি। বিষয়টি এখনো চূড়ান্ত নয়, তবে ডাচরা ইতিবাচক রয়েছে।

চূড়ান্ত হলে সময়সূচি ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে কোন ভেন্যুতে খেলা হতে পারে তা নিয়েও চলছে জল্পনা। এশিয়া কাপ সামনে রেখে ভালো উইকেটেই প্রস্তুতি সারতে চায় ক্রিকেটাররা। সেক্ষেত্রে ঢাকার বাইরে সিলেট অথবা চট্টগ্রামের যে কোনো এক ভেন্যুতে খেলা হতে পারে বলে আভাস পাওয়া গিয়েছে।

আগামী ৬ আগস্ট থেকে ক্রিকেটাররা একটি স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন বলে জানা গেছে। এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছিলেন নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে পারে টাইগাররা। 

সেই অনুযায়ী চেষ্টা করছে বিসিবি, যদিও লিডিং কোনো দেশ ফাঁকা নেই। এদিকে প্রধান কোচ ফিল সিমন্স ১৫ আগস্ট ঢাকায় ফিরবেন এমনটি জানা গেছে। পাকিস্তান সিরিজ শেষ করে ক্রিকেটাররা নিজ নিজ পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। দেশে কিংবা কেউবা আবার বিদেশে অবস্থান করছেন। কোচিং স্টাফরাও রয়েছেন ছুটির আমেজে।

NB/AHA
আরও পড়ুন