ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাইলেন এনসিপি নেতা

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৬:১৫ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে তাঁর সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

শুক্রবার (১৫ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে উপস্থিত মুসুল্লিদের কাছে তিনি দোয়া প্রার্থনা করেন।

হান্নান মাসউদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপসহীন নেত্রী। তিনি যদি আপস করতেন, তাহলে এত বড় গণঅভ্যুত্থান হতো না, শেখ হাসিনার পতনও ঘটতো না। তিনি অসুস্থ, তাই আমরা সবাই মিলে তাঁর সুস্থতার জন্য দোয়া করি।

এ সময় তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে না গেলে, তাঁকে হয়তো এখন মাটির নিচে বা আয়নাঘরে থাকতে হতো।

নদীভাঙন প্রসঙ্গে হান্নান মাসউদ বলেন, ভূমিহীন বাজারের চারপাশে নদীভাঙনে অনেক কিছু বিলীন হয়ে গেছে। তিনি সরকারের কাছে নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং বলেন, হাতিয়াকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে।

DR/MMS
আরও পড়ুন