ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাসওয়ার্ড হ্যাক হলে করণীয়  

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৬:০৮ পিএম

বর্তমান ডিজিটাল যুগে আমাদের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে। অনেকেই জানেন না, তাদের ব্যবহার করা পাসওয়ার্ড কোনোভাবে হ্যাকারদের হাতে চলে গেছে কি না। তবে কিছু লক্ষণ ও টুলের মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না।

পাসওয়ার্ড হ্যাক হওয়ার সম্ভাব্য লক্ষণ

অচেনা ডিভাইস বা লোকেশন থেকে লগইন
আপনার অ্যাকাউন্টে এমন জায়গা বা ডিভাইস থেকে লগইন হয়েছে যেটা আপনি করেননি। 

পাসওয়ার্ড কাজ করছে না
আপনি নিশ্চিত যে পাসওয়ার্ডটি সঠিক, কিন্তু তা আর কাজ করছে না- এটা হতে পারে হ্যাকারের বদলানোর ফল।

অপ্রত্যাশিত অ্যাক্টিভিটি
আপনার ইমেইল, সোশ্যাল মিডিয়া বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমন কার্যকলাপ দেখা যাচ্ছে যা আপনি করেননি (যেমন: মেইল পাঠানো, পোস্ট দেওয়া, টাকা লেনদেন ইত্যাদি)।

পাসওয়ার্ড চেঞ্জের নোটিফিকেশন
আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেননি, কিন্তু এমন নোটিফিকেশন পাচ্ছেন- এটা হ্যাকিংয়ের বড় ইঙ্গিত।

‘Have I Been Pwned’ বা অনুরূপ সাইটে ইমেইল থাকলে
https://haveibeenpwned.com - এই ওয়েবসাইটে গিয়ে ইমেইল দিয়ে চেক করুন আপনার কোনো তথ্য আগে কোনো ডেটা ব্রিচে ফাঁস হয়েছে কি না।

আপনার পাসওয়ার্ড হ্যাক হলে কী করবেন
যেকোনো টুলে যদি দেখা যায় আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে নিচের কাজগুলো করুন—

*পাসওয়ার্ড সঙ্গে সঙ্গে বদলান এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু করুন

*লগইন হিস্টরি ও অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি খুঁটিয়ে দেখুন

*একই পাসওয়ার্ড অন্যত্র ব্যবহার করলে সেখানেও পরিবর্তন আনুন

*রিকভারি ইমেইল ও ফোন নম্বর সঠিক আছে কি না যাচাই করুন

*এমন একটি নতুন ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন যা অন্য কোথাও ব্যবহার হয়নি

একটি শক্তিশালী পাসওয়ার্ড বানাবেন যেভাবে 

*অন্তত ১২ অক্ষরের দীর্ঘ এবং এলোমেলো

*কোনো নাম, শব্দকোষে থাকা শব্দ বা তারিখ নয়

*বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও প্রতীক মিলিয়ে ব্যবহার করুন

*একই পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহার করবেন না

পাসওয়ার্ড সুরক্ষা এখন আর শুধুমাত্র টেকনোলজির বিষয় নয়, এটি আপনার ডিজিটাল নিরাপত্তার প্রথম ও প্রধান দেয়াল। তাই এই দেয়ালকে দুর্বল হতে দেবেন না। পাসওয়ার্ড ফাঁস হয়েছে কি না তা নিয়মিত চেক করুন, সতর্ক থাকুন, এবং আগেভাগেই পদক্ষেপ নিন। 

LH/FJ
আরও পড়ুন