প্রায় ছয় বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। ভোটগ্রহণ শুরুর আগেই ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটের পরিবেশ পর্যবেক্ষণে সকাল থেকেই কেন্দ্রগুলো পরিদর্শন করছেন বিভিন্ন পদের প্রার্থীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। কিছু সময়ের ব্যবধানে একই কেন্দ্র পরিদর্শন করেন ছাত্রশিবির মনোনীত ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)।
কেন্দ্র পরিদর্শন শেষে সাদিক কায়েম সাংবাদিকদের বলেন, ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের মাঝে একটি গণতান্ত্রিক উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আমরা শিক্ষার্থীদের বলবো আপনারা আসুন, ভোট দিন, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করুন। এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে এগোচ্ছে, আমরা তা পর্যবেক্ষণ করছি।
আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, আমরা ইতোমধ্যে প্রশাসনের সঙ্গে আচরণবিধি নিয়ে কথা বলেছি। যারা আচরণবিধি ভঙ্গ করবেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
ভোট শুরু হতেই অন্য কেন্দ্রগুলোতেও প্রার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল সোয়া ৮টার দিকে টিএসসি ভোট কেন্দ্র পরিদর্শনে যান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তবে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
এদিকে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বী আবু বাকের মজুমদার টিএসসি কেন্দ্র পরিদর্শন করেন একই সময়ে।
তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনে কোনো ধরনের শঙ্কা দেখছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন। তারা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি। এই সময় তিনি উপস্থিত ভোটারদের কাছে নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন।
অনাবাসিক শিক্ষার্থীরা বদলে দেবে ভোটের পরিস্থিতি: হামিম
শিক্ষার্থীদের রায় মেনে নিতে হবে: বাকের