ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চার্লি কার্ককে হত্যাকারীর ছবি প্রকাশ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ এএম

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থি রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ছবি প্রকাশ করেছে ইউটাহ’র জননিরাপত্তা বিভাগ। 

স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে অজ্ঞাত এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ছবিতে দেখা যায়—ওই ব্যক্তির মাথায় টুপি, চোখে সানগ্লাস ও কালো লম্বা হাতাওয়ালা পোশাক পরিধান করে আছেন। লোকটির বিষয়ে তথ্য প্রদানে সহযোগিতার জন্য ১ লাখ মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ২১ লাখেরও বেশি টাকা।

বিবিসি ও সিএনএন সহ বিদেশি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় ১২টা ২০ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তার ঘাড়ে লাগলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এদিকে চার্লি কার্ককে হত্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি ভবনের ছাদ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বন্দুকধারীর গায়ে ছিল কালো পোশাক। ঘটনার পরই সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তের চোখে সানগ্লাস, ক্যাপ ও ব্যাকপ্যাক ছিল।

কার্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা জেডি ভ্যান্স আজ ভোরে তার মরদেহ আনতে ইউটাহ’র সল্ট লেক সিটিতে । 

টার্নিং পয়েন্ট ইউএসএ’র প্রধান অপারেটিং অফিসার টাইলার বোয়ারের পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, কার্কের মরদেহ বহনকরা কফিন এয়ার ফোর্স টু-তে নিয়ে যাওয়ার সময় তিনি কফিনের ওপর হাত রেখে ইউনিফর্মধারী কর্মীদের সঙ্গে হেঁটে যাচ্ছেন কার্কের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা জেডি ভ্যান্স।

এয়ারফোর্স টুতে করে কার্কের মরদেহ তার নিজ ভূমি অ্যারিজোনা ফনিক্সে নিয়ে যাওয়া হয়। নিহত হওয়ার আগে তিনি এখানেই বসবাস করতেন। এ ছাড়া ওই বিমানে করে কার্কের দুই সন্তান ও স্ত্রীকে বাড়িতে নিয়ে যান জেডি ভ্যান্স ও দ্বিতীয় লেডি উষা ভ্যান্স।

একটি সূত্র জানিয়েছে, জেডি ভ্যান্স বিমানে করে অ্যারিজোনাতে গেলেও তিনি বিমানবন্দর ত্যাগ না করে ওই বিমানেই আবার ফিরে আসবেন। পরিবারের পরিকল্পনা অনুযায়ী চার্লি কার্ক এর মরদেহ একটি নির্জন এলাকায় নিয়ে যাওয়া হবে।

AHA
আরও পড়ুন