ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কোটালীপাড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সমীর বাড়ৈ (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। 

বুধবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সমীর বাড়ৈ লখন্ডা গ্রামের সাধন চন্দ্র বাড়ৈর ছেলে। 

সমীরের প্রতিবেশী উত্তম বিশ্বাস বলেন, বৃষ্টি ও বজ্রপাতের ভেতর ভোর ৫টার দিকে সমীর খালে ভেসাল জাল দিয়ে মাছ ধরতে যায়। ৮টার দিকে নৌকা ও গামছা ভেসালের খুঁটির সাথে বাঁধা দেখলেও সমীর কে না দেখে এলাকাবাসী তল্লাশি শুরু করে। 

একপর্যায়ে ভেসালের পাশে পানিতে ডুবে থাকা অবস্থায় সমীরের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সমীরের কানের কাছে পোড়া দাগের চিহ্ন দেখা গেছে ও শরীরের বিভিন্ন স্থানের পশম পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তার মৃত্যু ঘটেছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

NJ
আরও পড়ুন