ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টক্সিক মানুষ: চিনবেন কীভাবে এবং এড়িয়ে চলবেন

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পিএম

টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে। প্রথমে বোঝা যায় না, তবে কিছু সময় পরে অনুভব করবেন, চারপাশ ভারী এবং মন ক্লান্ত। এমন মানুষের সঙ্গে থাকলে মানসিক অশান্তি ও অস্থিরতা বেড়ে যায়।

টক্সিক মানুষের সাধারণ আচরণ

  • সবকিছুতে খুঁত ধরা: তারা সবসময় আপনার ভুল খুঁজবে এবং ভালো কাজেও খুঁত বের করবে।
  • আত্মবিশ্বাস নষ্ট করা: তাদের কথায় আপনি নিজেকে অযোগ্য মনে করবেন।
  • আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা: আপনার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে তারা সবসময় চেষ্টা করবে।
  • দোষ চাপানো: নিজের ভুল স্বীকার না করে সব দোষ অন্যের ওপর চাপাবে।
  • নেতিবাচক মনোভাব: সবকিছুতে অভিযোগ এবং নেতিবাচকতা ছড়াবে।
  • আপনার অনুভূতিকে অবহেলা করা: আপনার সুখ-দুঃখ তাদের কাছে তুচ্ছ।
  • সফলতায় ঈর্ষা: আপনার সফলতা তারা মেনে নিতে পারবে না, হেয় করার চেষ্টা করবে।
  • দ্বিচারিতা: একদিন মিষ্টতা, পরদিন দুর্ব্যবহার।
  • শুধু নেওয়া, কিছু না দেওয়া: সম্পর্ক থেকে শুধু নিতে জানে, বিনিময়ে কিছু দেয় না।
  • আপনার ‘না’কে গুরুত্ব না দেওয়া: ব্যক্তিগত সীমানা সম্মান করবে না।

আরও লক্ষণ

  • নিজেকে অসহায় দেখানো: সুবিধা নেওয়ার জন্য নিজেকে ভিক্টিম হিসেবে উপস্থাপন করা।
  • সবার মনোযোগ চাওয়া: সবসময় নিজেকে প্রধান আকর্ষণ হিসেবে প্রমাণ করতে চাওয়া।
  • অন্যকে অপমান করা: অন্যদের ছোট করে কথা বলা বা অপমানজনক আচরণ।
  • অন্যের সমালোচনা: সব সময় সমালোচনা এবং অন্যের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করার চেষ্টা।
  • অন্যের কথা না শোনা: কথোপকথনে অন্যের মনোভাবকে গুরুত্ব না দেওয়া।
  • সহানুভূতির অভাব: কারো খারাপ সময় পাশে না থাকা, স্বার্থপর আচরণ।

টক্সিক সম্পর্ক থেকে বের হওয়ার উপায়

  • তাদের আচরণকে গুরুত্ব না দেওয়া।
  • নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়া।
  • প্রয়োজন হলে সম্পর্ক ছিন্ন করা।

যারা সত্যিই আপনাকে ভালোবাসে, তারা কখনো মানসিকভাবে বিপর্যস্ত করবে না। নিজের মূল্য বোঝা এবং সুখী জীবনকে অগ্রাধিকার দেওয়াই শ্রেয়। কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। তাই নেতিবাচক ও টক্সিক মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখা জরুরি।

NB/SN
আরও পড়ুন