ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ এএম

মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে এক নতুন যুগের ফিচার। গোপনীয়তা ও নিরাপত্তা আরও জোরদার করতে শিগগিরই অ্যাপে চালু হতে যাচ্ছে ‘ইউজার নেম আইডেন্টিটি সিস্টেম’।

এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক। কিন্তু নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের মতোই একটি ইউনিক ইউজার নেম তৈরি করতে পারবেন। এরপর সেই ইউজার নেম দিয়েই খুঁজে পাওয়া যাবে অন্যকে, কথা বলা যাবে কিংবা ফাইল শেয়ার করা যাবে- মোবাইল নম্বর প্রকাশের প্রয়োজন হবে না।

বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বিটা ইউজারদের জন্য। সফলভাবে পরীক্ষা শেষ হলে সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে মেটা।

এর আগে, কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপ এনেছিল ‘ট্রান্সলেট’ ফিচার, যার মাধ্যমে যে কোনো ভাষার মেসেজ সরাসরি অনুবাদ করা যায়। ব্যবহারকারী শুধু মেসেজে লং প্রেস করলেই ‘ট্রান্সলেট’ অপশন দেখা যায়, সেখান থেকে পছন্দের ভাষা বেছে নিলেই মিলবে অনুবাদ।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই দুই নতুন ফিচার হোয়াটসঅ্যাপকে আরও নিরাপদ, সুবিধাজনক ও ব্যবহারবান্ধব করে তুলবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

LH
আরও পড়ুন