ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ওয়ানডেতে সাইফের অভিষেক, জয়ের প্রত্যাশায় বাংলাদেশ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৬:১২ পিএম

টি–টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পর এবার ওয়ানডে মিশনে নেমেছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

দিনটির সবচেয়ে বড় খবর-ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো সাইফ হাসানের। টেস্ট ও টি-টোয়েন্টির পর এবার তিন ফরম্যাটেই অভিষেকের দেখা পেলেন এই ব্যাটিং অলরাউন্ডার।

সাম্প্রতিক সময়ে ছোট ফরম্যাটে দুর্দান্ত ফর্মে আছেন সাইফ। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৬৯, শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ এবং আফগানদের বিপক্ষে সর্বশেষ টি–টোয়েন্টিতে ৬৪ রান করে নজর কেড়েছেন। এবার ওয়ানডেতে সেই ধারাবাহিকতা বজায় রাখাই তার লক্ষ্য।

লাল বলের ক্রিকেটে সাইফের যাত্রা শুরু হয়েছিল ২০২০ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে। তিন বছর পর আবারও নতুন ফরম্যাটে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি।

ওয়ানডে রেকর্ডে বাংলাদেশ এগিয়ে ১৯ ম্যাচে ১১ জয়, ৮ হার। তবে আফগানিস্তান জিতেছে শেষ দুই সিরিজ, এবার হ্যাটট্রিকের সুযোগ তাদের সামনে।

দুই দলের একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তৌহিদ হৃদয়, নুরুল হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম।

আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদী (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, গজানফর, বশির আহমদ।

আরও পড়ুন