ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ওজন নিয়ন্ত্রণে পান করুন ঘরোয়া ডিটক্স পানীয়: বানান খুব সহজেই

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১০:৩৮ পিএম

আজকের ব্যস্ত জীবনে অনেকেই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলেও তা সহজে সম্ভব হয়ে ওঠে না। নিয়মিত ব্যায়াম, ডায়েট—সবই করা হয়, তবুও দেখা যায় কাঙ্ক্ষিত ফল মিলছে না। বিশেষজ্ঞরা বলছেন, শরীরের বিপাকক্রিয়া (মেটাবলিজম) ঠিকমতো কাজ না করলে ওজন কমানো কঠিন হয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে কিছু ঘরোয়া ডিটক্স পানীয় হতে পারে কার্যকরী সহায়তা। এসব পানীয় শুধু শরীর থেকে বিষাক্ত উপাদান (টক্সিন) দূর করে না, বরং বিপাকক্রিয়ার গতি বাড়িয়ে ওজন কমাতেও সহায়তা করে। প্রতিদিন নিয়ম করে সঠিক উপায়ে পান করলে এগুলো হজমশক্তি উন্নত করে, পেট পরিষ্কার রাখে এবং অম্বলের সমস্যাও কমায়।

চলুন জেনে নিই, কীভাবে ঘরে বসেই বানিয়ে নিতে পারেন এমন একটি প্রাকৃতিক ডিটক্স পানীয়—

উপকরণ:
এই ডিটক্স মিশ্রণটি তৈরি করতে যা লাগবে—
> ১ চা চামচ হলুদ গুঁড়া
> ১ চা চামচ মৌরি
> ১ চা চামচ মেথি
> ১ চা চামচ জোয়ান
> ২ টুকরো দারুচিনি

প্রস্তুত প্রণালি:
১. সব উপকরণ একসঙ্গে নিয়ে একটি মিক্সার বা গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়া করে নিন।
২. এই গুঁড়া শুকনো ও বাতাস-বন্ধ বয়ামে সংরক্ষণ করুন।

কবে ও কীভাবে খাবেন:
প্রতিদিন দুপুর ও রাতের খাবারের ৩০ মিনিট আগে, এক কাপ গরম পানিতে ১ চা চামচ এই গুঁড়া মিশিয়ে পান করুন।

নিয়মিত পান করলে আপনি নিজেই লক্ষ্য করবেন হজমশক্তির উন্নতি, পেট পরিষ্কার থাকার অনুভূতি এবং ধীরে ধীরে ওজন কমার পরিবর্তন।

এই পানীয়ের উপকারিতা:
> বিপাকক্রিয়ার হার বাড়ায়
> হজম শক্তি উন্নত করে
> পেট পরিষ্কার রাখতে সাহায্য করে
> অম্বলের সমস্যা কমায়
> ওজন কমাতে সহায়তা করে

মনে রাখবেন:
এই ডিটক্স পানীয়টি কোনো ম্যাজিক পানীয় নয়। এটি একটি সহায়ক উপায়—স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও নিয়মিত শরীরচর্চার সঙ্গে মিলিয়ে ব্যবহার করলে ফল মিলবে নিশ্চিতভাবেই।

প্রাকৃতিক উপাদানে তৈরি এই পানীয় যেমন সহজে তৈরি করা যায়, তেমনি তা শরীরের ওপর ফার্মাসিউটিক্যাল প্রভাবও ফেলে না। প্রতিদিন একটু সচেতনতা ও শৃঙ্খলায় অভ্যস্ত হলেই সুস্থ, ফিট এবং হালকা অনুভব করতে পারবেন নিজেকে।

MMS
আরও পড়ুন