জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান চলাকালে বাইরে ভিন্ন এক দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন ‘বৃহত্তর নোয়াখালীবাসী’ ব্যানারে একদল আন্দোলনকারী। তাদের মুখে ছিল- ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সংসদ ভবনের খামারবাড়ি সংলগ্ন এলাকায় তারা এই দাবিতে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের সবার গায়ে ছিল একই রঙের নীল টি-শার্ট এবং অনেকেই ‘নোয়াখালী বিভাগ চাই’ লেখা প্ল্যাকার্ড বহন করছিলেন।
এর আগে সংসদ ভবনের বাইরে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে অবস্থান নেওয়া একটি দলকে পুলিশ সরিয়ে দিলে, পরে ওই স্থানেই এসে জড়ো হয় বৃহত্তর নোয়াখালীবাসীর ব্যানারে আন্দোলনকারীরা।
তাদের দাবির মূল বক্তব্য- নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোকে নিয়ে কুমিল্লা বা চট্টগ্রামের অংশ না রেখে আলাদা নোয়াখালী বিভাগ গঠন করতে হবে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নোয়াখালী বিভাগের দাবিতে বিক্ষোভ মিছিল-সড়ক অবরোধ