ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কোন রাশির জাতকের আজ কেমন কাটবে দিন

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। শনিবার (০১ নভেম্বর) দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ / এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০)

দিনটাতে স্বাস্থ্য ভাল থাকবে। আর্থিক ঝঞ্ঝাট এড়াতে খরচ কম করুন। বাজেটের মধ্যে থাকুন। কর্মক্ষেত্রে সহকর্মী আপনার উদার মানসিকতার সুযোগ নিতে পারে। তবে আজ কর্মক্ষেত্রে স্বতস্ফুর্ততা থাকবে।

বৃষ / টরাস (এপ্রিল ২১ – মে ২১)

দিনটাতে কর্মক্ষেত্রে কোনোভাবে তর্ক জড়িয়ে পড়তে পারেন। কোনটা প্রয়োজনীয় সেটা বুঝতে শিখুন। ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্রে সহকর্মীর সাথে ভাল ব্যবহার করুন। আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে। পারিবারিক জমায়েত থেকে ভাল কিছু ঘটতে পারে।

মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১)

দিনটাতে উত্তেজনা থেকে মুক্তি পাবেন। পরিবারের সদস্যদের সাহায্য পাবেন। অনুভূতি এবং চাপ মনের মধ্যে থাকতে পারে। প্রেম যোগ শুভ। অর্থ অপব্যয় হবে। সঞ্চয় করতে শিখুন।

কর্কট/ ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩)

আজ কর্মক্ষেত্রে নিজেকে শক্ত রাখুন। মানসিক চাপ বাড়তে পারে। তবে আজ কর্মক্ষেত্রে চমৎকার কিছু ঘটতে পারে। ব্যবসায়ে আজ অনেক কিছু শিখবেন। ব্যয় সন্ধান করতে পারবেন। প্রেমে উচ্ছাস অনুভব করবেন।

সিংহ / লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩)

দিনটাতে আপনার ক্ষমতা শক্তি অনেক বেশি থাকবে ফলে তা কাজে লাগান। অলস মানসিকতা ত্যাগ করতে পারবেন। অপ্রত্যাশিত দায়িত্ব আজ ঝামেলায় ফেলবে। প্রেম ভালবাসা গভীর থাকবে। সৃজনশীল ক্ষমতা থাকবে, যার প্রশংসা পরবর্তীতে পাবেন।

কন্যা/ ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩)

আজ নিজেকে গোছানোর সময় পাবেন। তবে স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে। কর্ম ভাবে সহজে মূলধন জোগাড় করতে পারবেন না। আজ সহকর্মীদের সাথে রুক্ষ আচরণ দূরে সরিয়ে রাখুন, নয়তো পস্তাতে হবে।

তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)

আজ আশা বাস্তব রূপ পাবে। অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় দুইই হবে। পরিবার থেকে পরামর্শ পেতে পারেন। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। আজ কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করুন। অযাচিত ভ্রমণে করতে পারেন।

বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২)

আজ স্বাস্থ্য ভাল নাও থাকতে পারে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। আর্থিক অবস্থা উন্নত হবে। সন্তানের কাজ আপনাকে গর্বিত করবে। আজ আপনার মধ্যে জনপ্রিয়তা ঘিরে ধরতে পারে, অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠবেন। সাফল্য নাগালে আসবে।

ধনু / স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১)

দিনটাতে অর্থনৈতিক পরিস্থিতিও ভালো যাবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসায়িক পরিকল্পনা আকর্ষণীয় করে তুলবে। আজ আপনার সহকর্মীদের সামলানোর জন্য কৌশলের প্রয়োজন। জীবন সঙ্গীকে এখুনি মনের সব কথা না বলাই ভালো।

মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০)

আজ আপনার ব্যক্তিত্বকে আরও জোড়ালো করতে হবে। তাই সেটিকে উন্নত করুন। সহকর্মীর প্রতি নিজের বিশ্বাস বাড়িয়ে তুলতে হবে। আর্থিক অবস্থা উন্নত হবে। পুরনো আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভাল হবে।

কুম্ভ/ অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯)

দিনটাতে ধার্মিক কাজে মনযোগ বৃদ্ধি পাবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। আপনার প্রতি নজর আকর্ষণের এক ভাল দিন। আবেগজনিত ঝামেলা বিপদে ফেলবে। অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথা বলুন, উপায় বের হবে।

মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০)

দিনটাতে অন্যের সাথে খুশি ভাগ করে নেবেন। আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে। অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় বাড়বে। বন্ধু এবং পরিবারের থেকে ভালবাসা পাবেন। কোনোভাবে সহকর্মীর সাথে ভুল বোঝাবুঝির কারণ হতে পারেন।

NB/SN
আরও পড়ুন