ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এখনই বিয়ে নয়, অনেক দূর যেতে চাই: পূজা চেরি

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৫:১৯ এএম

ঢালিউড অভিনেত্রী পূজা চেরি বেশ কিছু দিন সিনেমা থেকে অনেকটা দূরে ছিলেন। সম্প্রতি 'চোরাবালি'খ্যাত নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় 'দম' সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এই প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন অভিনেতা আফরান নিশোর সঙ্গে। এ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরীও। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাস্যরসের মধ্যেই নিজের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করে নেন পূজা চেরি।

'দম' সিনেমাটি নিয়ে অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন জানিয়ে পূজা চেরী বলেন, এটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি সিনেমা। কারণ এ কাজটি আমি খুব সহজে পাইনি। অনেক কাঠখড় পুড়িয়েই আমি নির্বাচিত হয়েছি।

এই প্রথমবারের মতো সহশিল্পী হিসাবে আফরান নিশোকে পেয়ে অভিনেত্রী বলেন, নিশো ভাইয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ হওয়াতেই আমি ভীষণ এক্সাইটেড। কারণ তিনি অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল। এ ছাড়া এ সিনেমায় চঞ্চল ভাইও রয়েছেন। যার সঙ্গে ছোটবেলায় কাজ করেছি।

ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন পূজা চেরী। বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, এখনই এসব ভাবছি না। বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ। এখন আমি ক্যারিয়ার নিয়ে ভাবছি, তারপর বিয়ে। অভিনেত্রী বলেন, আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমার কাছে মনে হয়— আমার এখনো অনেক কাজ করার বাকি রয়েছে। আরও অনেক দূর যেতে চাই। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম।

উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘দম’। এটি পরিচালনা করছেন রেদওয়ান রনি। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এ মহরত অনুষ্ঠিত হয়। আগামী ঈদুল ফিতরে 'দম' সিনেমাটি মুক্তির লক্ষ্যে দ্রুতই শুটিংয়ে শুরু করবেন নির্মাতা। এ সিনেমার গল্পটি সার্ভাইভাল ঘরানার। 

উন্নত জীবনের খোঁজে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো প্রবাসীদের কঠিন সংগ্রামই এ সিনেমার মূল বিষয়বস্তু। তবে এ সিনেমার জন্য প্রথমে সৌদি আরব ও জর্ডানে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও নির্মাতারা এখন কাজাখস্তানে দৃশ্যায়নের প্রস্তুতি নিচ্ছেন। 'দম' সিনেমায় পূজা চেরী ছাড়াও আরও উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, আফরান নিশো প্রমুখ।

HN
আরও পড়ুন