ঢাকা
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মালয়েশিয়ায় ৩৭ বাংলাদেশীসহ ১২৪ অবৈধ অভিবাসী আটক

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০১:৪৭ এএম

মালয়েশিয়ার কুয়ালালামপুরের চৌকিট এলাকার ইলেকট্রনিক্স ও বিভিন্ন ব্যবহারিক সামগ্রীর পাইকারি বহুতল শপিং মল ‘জিএম প্লাজা এবং  পাশে আরকটি শপিং মলে এক সমন্বিত অভিযানে বাংলাদেশী ৩৭জনসহ ১২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন পুলিশ। 

স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে রাজধানী কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ বলেন, ‘অভিবাসন দফতরের উপস্থিতি টের পেয়ে কিছু বিদেশি নাগরিক জরুরি নির্গমন পথ এবং লিফট ব্যবহার করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়।’

ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ আরো জানান, অভিযানে মোট ২০৫ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ১২৪ জনকে আটক করা হয়েছে। আটকদের বয়স ২০ থেকে ৫৯ বছর বয়সী।

অভিবাসন বিভাগ জানিয়েছে, লাইসেন্সবিহীন ব্যবসা, বিদেশী কর্মীর পাসের অপব্যবহার এবং অবৈধ অভিবাসীদের উপস্থিতির মতো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

দেশটির আইনশৃঙ্খলা বাহিনী কেপিডিএন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য ট্যাগিং সংক্রান্ত সাতটি অপরাধের জন্য মোট সাড়ে ৬ হাজার রিঙ্গিতের জরিমানা জারি করেছে। এছাড়াও তারা ১১৫টি ব্যবসা প্রতিষ্ঠানের কাগজপত্র পরীক্ষা করে ২৫টি অপরাধ নথিভুক্ত করেছে যার জন্য ৫০০ রিঙ্গিত থেকে ৩০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে।

আটকদের বিরুদ্ধে বৈধ নথিপত্র ও ভ্রমণ পাসের অভাব এবং অতিরিক্ত সময় অবস্থানের দায়ে মালয়েশিয়ার অভিবাসন আইনের ধারা ৬(১)(সি) এবং ১৫(১)(সি) অনুযায়ী মামলা করা হয়েছে।

HN
আরও পড়ুন