ঢাকা
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, বাড়ছে শীতজনিত রোগ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম

হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে জনজীবন। জেলার তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৮ডিগ্রিতে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা এই জেলায় শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

উত্তরের হিমেল হাওয়া এবং তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শীতের তীব্রতায় কাজে বের হতে পারছেন না তারা। গরম কাপড়ের অভাবে কষ্ট করছে এই জনপদের মানুষ। বিশেষ করে সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তা-ঘাট, লোকালয়। সেই সঙ্গে হিমেল বাতাসে জবুথবু অবস্থা। কাজকর্ম ব্যাহত হচ্ছে নিম্ন আয়ের লোকজনের। রাতে বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা।

এদিকে এমন আবহাওয়ায় বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় জানান, আগের তুলনায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামীমাসে তাপমাত্রা আরও কমবে এবং আরো বেশি শীত অনুভূত হবে।

SN
আরও পড়ুন