চুয়াডাঙ্গার পৌর এলাকার বেলগাছীতে সোহেল (২৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত সোহেল বেলগাছীর বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরের দিকে বেলগাছী গ্রামের খরার মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।
স্থানীয়রা বলেন, ব্যক্তিগত শত্রুতা ও পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তেই প্রকৃত কারণ উদঘাটন হবে বলে মনে করছেন তারা।
নিহতের বাবা আসাবুল হক বলেন, স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙ্গা ও পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের সঙ্গে দ্বন্দ্ব হয়। এরই জের ধরে তাদের মধ্যে মারামারি হয়। সে সময় সোহেলকে হত্যার হুমকি দেয় ফারুক। এরই জের ধরে ফারুক তার ছেলেকে হত্যা করেছে বলে তিনি দাবি করেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, বেলগাছীতে একটি যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ব্যাপারে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
