ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১২:২৫ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ দাবিতে বঙ্গভবন ঘেরাও কর্মসূচি ঘোষণার পর ওই এলাকার নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে অত্র এলাকায় নিরাপত্তা জোরদার করতে দেখা যায়।

মঙ্গলবার (২২ অক্টোবর) কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির অপসারণের দাবীতে আল্টিমেটাম দেওয়া হয়। বঙ্গভবনের সামনে অবস্থান নিয়ে এই ঘোষণা দেওয়া হয়। গভীর রাতে আন্দোলকারীরা স্থান ত্যাগ করলেও আজ বিকাল থেকে পুনরায় আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয়। 

ছাত্র-জনতার ঘেরাও কর্মসূচি ঘোষণায় সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ অন্যান্য সংস্থার সদস্যদের। এছাড়া পুলিশ ও সেনাবাহিনীর এপিসি’র জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

MB/SM
আরও পড়ুন