সরকারি চাকরির বয়সসীমা ৩২-কে লাল কার্ড দেখিয়ে আবারও রাস্তায় নেমেছেন ৩৫ বছর বয়সসীমা প্রত্যাশীরা। রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শাহবাগের প্রজন্ম চত্বর এলাকায় তারা বিক্ষোভ করেন। এ সময় আব্দুল মুয়ীদ চৌধুরী কমিটি কর্তৃক সুপারিশকৃত বয়সসীমা (পুরুষ ৩৫ ও নারী ৩৭ বছর) দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
সমাবেশ অংশ নেয়া শিক্ষার্থী আল-আমিন রাজু সাংবাদিকদের বলেন, ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে একটি প্রজ্ঞাপণ জারি হয়েছে। আমরা কখনোই ৩২ চাইনি, আমরা সব সময় ৩৫ বছর চেয়েছি। তাই আমরা একে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
সোমবার (১৮ নভেম্বর) রাতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করে সরকার। আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে এ বয়সসীমা বেধে দেয়া হয়।
