ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ময়লার স্তূপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ মে ২০২৫, ০৬:২৯ পিএম

ঢাকার তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায় একটি ময়লার স্তূপ থেকে বস্তাবন্দি অবস্থায় রোজা মনি (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির সারা শরীর ছিলো ঝলসানো।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টার দিকে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তুপে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাজধানীর তেজকুনি পাড়া থেকে সোমবার নিখোঁজ হয় শিশু রোজা মনি। পরিবারের সদস্যরা পুরো এলাকা তন্নতন্ন করে খুঁজেও তার দেখা পায়নি। পরে বাধ্য হয়ে এলাকায় মাইকিং করা হয়। খোঁজাখুঁজির প্রায় ২০ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ১০টায় বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সেটি খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে রোজার মরদেহ। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

নিহত রোজা মনি প্রবাসী নূরে আলমের মেয়ে। গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মনিরামপুরে। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে ষষ্ঠ। পরিবারসহ রাজধানীর তেজকুনি পাড়ায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, শিশু রোজার সারা শরীর ছিল ঝলসানো, গলায় ছিল রশি পেঁচানোর দাগ। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে বস্তাবন্দি অবস্থায় ময়লার স্তূপ থেকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানা উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের বলেন, শিশুটির পুরো শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর ফেলে রাখা হয়। তবে ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশের পাশাপাশি আসামিদের ধরতে কাজ করছে ডিবি ও র‌্যাব। 

AHA
আরও পড়ুন