রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আটকরা হলেন, মোরশেদ (৪০) ও জাকির (২৫)।
ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৪ নম্বর ট্র্যাকে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। বগিতে আগুন দিয়ে পালানোর চেষ্টা করছিলেন দুই দুর্বৃত্ত। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে দুজনকে আটক করে।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ‘ঘটনাস্থল রেলওয়ে থানার অধীনে হলেও সেখানে থানা পুলিশকে পাঠানো হয়েছে।’
আ’লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই