ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে ট্রেনের বগিতে আগুন দিলো দুর্বৃত্তরা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০১:৩৫ এএম

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। 

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আটকরা হলেন, মোরশেদ (৪০) ও জাকির (২৫)।

ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৪ নম্বর ট্র্যাকে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। বগিতে আগুন দিয়ে পালানোর চেষ্টা করছিলেন দুই দুর্বৃত্ত। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে দুজনকে আটক করে।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ‘ঘটনাস্থল রেলওয়ে থানার অধীনে হলেও সেখানে থানা পুলিশকে পাঠানো হয়েছে।’

HN
আরও পড়ুন