য়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে সিরাজগঞ্জের তিনটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এ যাচাই শেষে মোট ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।
শনিবার (৩ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ সামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এই ঘোষণা দেন।
সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র যাচাই করা হয় সকাল ১০টায়। এই আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা, জামায়াতে ইসলামীর শাহিনুর আলম, এবি পার্টির শাব্বির আহমেদ তামীম, গণঅধিকার পরিষদের মল্লিকা খাতুন এবং জাতীয় পার্টির জহুরুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
কাগজপত্রে গড়মিল থাকায় মো. আব্দুস সবুর (স্বতন্ত্র) এবং স্বাক্ষরে ত্রুটি থাকায় মো. নাজমুস সাকিবের (নাগরিক ঐক্য) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সিরাজগঞ্জ-২ আসনে যাচাই সম্পন্ন হয় বেলা ১১টায়। বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু, জামায়াতে ইসলামীর জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের মুহিবুল্লাহ, বাসদের আব্দুল্লাহ আল-মামুন এবং গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমানের মনোনয়ন। ঋণ খেলাপির জন্য মো. সোহেল রানার (জনতার দল) মনোনয়ন বাতিল করা হয়েছে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. আনোয়ার হোসেনের মনোনয়নও বাতিল হয়েছে।
সিরাজগঞ্জ-৩ আসনে যাচাই হয়েছে দুপুর ১২টায়। বৈধ হয়েছে বিএনপির প্রার্থী ভিপি আয়নুল হক, জামায়াতে ইসলামীর আব্দুস সামাদ এবং জাতীয় পার্টির ফজলুল হক। কাগজে গড়মিল থাকায় বাতিল হয়েছে মো. ইলিয়াছ রেজা রবিনের (স্বতন্ত্র) মনোনয়নপত্র। অন্যদিকে মুহা. আব্দুর রউফ সরকারের (বাংলাদেশ খেলাফত মজলিস) মনোনয়নও বাতিল হয়েছে।
আগামী রোববার (৪ জানুয়ারি) সিরাজগঞ্জ-৪, সিরাজগঞ্জ-৫ ও সিরাজগঞ্জ-৬ আসনের মনোনয়ন যাচাই করা হবে।
