ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সৈয়দপুরে পৌর মেয়রের পূজামণ্ডপ পরিদর্শন

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৫:৩২ পিএম

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে শারদীয় দুর্গাপূজার মহানবমীতে পৌর এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পৌর মেয়র রাফিকা আকতার জাহান মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন।

রাফিকা আকতার জাহান বলেন, প্রতি বছরের মত এবারেরও পূজা উদযাপন উৎসবমুখর হয়ে উঠেছে এবং শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করেছেন পূজারিরা। এ সময় তিনি বলেন, যেকোন বিশৃঙ্খলা এড়াতে পূজার সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়া পর্যন্ত পৌরসভার টিম ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো মাঠে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম রয়েল ও জাহানারা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর সবুর আলম, সাধারণ সম্পাদক নুরুল আমীন প্রামাণিক, উপজেলা স্বেচ্ছাসেবক-লীগ সভাপতি আজম আলী সরকার, পৌর ছাত্রলীগ সভাপতি সিফাত সরকার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. সজিব, ও সুমন মানিকসহ আরো অনেকে।

SN
আরও পড়ুন