ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সীতাকুণ্ডের আলমগীর হত্যার রহস্য উদঘাটন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ এএম

স্ত্রীর পরকিয়া প্রেমের বলি হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ির ব্যবসায়ী মো. আলমগীর। স্ত্রী রোমানাকে গ্রেপ্তার করে ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে পুলিশ। 

গত ২৩ ডিসেম্বর রাতে গামীতলা নিজ বাড়ীর পিছনে নির্জন পুকুর পাড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন মো. আলমগীর (৩৬)।

এ ঘটনায় বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন- আলমগীর হত্যাকাণ্ডের পর থেকে আমাদের সন্দেহ ছিল তার স্ত্রী রোমানা আক্তার রুমির উপর। তাই তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর হত্যার রহস্য উদঘাটন হয়। আমরা জানতে পেরেছি ৩/৪ মাস আগে রোমানার সাথে আলমগীরের পারিবারিকভাবে বিয়ে হয়। এর আগে থেকে অন্য এক ছেলের সাথে রোমানার প্রেম ছিল। এসএসসিতে ফেল করার পর পিতামাতা আলমগীরের সাথে রোমানার বিয়ে দিয়ে দিলেও তার সাথে সম্পর্ক অব্যাহত ছিল।

ওসি আরও জানায়, রোমানা তার স্বামীর কাছে এনড্রয়েড ফোন দাবী করলে স্বামী আলমগীর প্রথমে ফোন কিনে দিতে চায়নি। পরে ফোন কিনে দিলে রোমানা তার প্রেমিকের সঙ্গে যোগাযোগ করে এবং সেই প্রেমিক যুবক নিয়মিত আলমগীরের অনুপিস্থিতিতে বাড়ীতে এসে রোমানার সঙ্গে দেখা করতো। 

ওসি জানায়, এক পর্যায়ে আলমগীরকে হত্যা করে সরিয়ে দিতে পারলে প্রেমিককে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় রোমানা। খুনের ৪ দিন আগ থেকে আলমগীরেকে হত্যার পরিকল্পনা করা হয়। পরে ঘটনার দিন রাতে আলমগীর দোকান থেকে ফেরার পথে বাড়ীর পিছনে হত্যা করা হয়।

আলমগীরকে হত্যা করেই রোমানাকে ফোন করে জানিয়ে দিয়েছিল প্রেমিক এবং রোমানাকে পালিয়ে চলে যেতে বলেছিলো। কিন্তু ঘটনা জানাজানি হয়ে যাওয়ায় রোমানা বাড়ী থেকে পালাতে পারেনি।

SN
আরও পড়ুন