কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাতদল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে দেশে কোনো আইনের শাসন নেই। এ দেশের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদরের করের বেতকা গ্রামে নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের স্বজনদের সাথে দেখা করে কাদের সিদ্দিকী কথাগুলো বলেন।
তিনি বলেন, বিগত ১৫/১৬ বছর এ দেশে আওয়ামী লীগ সরকারের ছিল না। ছিল শেখ হাসিনা সরকারের।
বঙ্গবীর বলেন, ১৫/১৬ বছর দেশে যত অপরাধ হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন। আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন।
এসময় তার সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা ছিল।
