নোয়াখালী ইপিআই কেন্দ্রগুলোতে টিকা সংকট

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৪:১৩ পিএম

গত এক মাস ধরে নোয়াখালীর ইপিআই টিকাকেন্দ্রে হাম-রুবেলা টিকা সংকটের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানায়, টিকাকেন্দ্রগুলোতে পাওয়া যাচ্ছে না হাম রুবেলা টিকা। প্রায় গত এক মাস ধরে নোয়াখালীর ইপিআই টিকাকেন্দ্রে এই সংকট চলছে।

সরেজমিনে দেখা যায়, কাদির হানিফ ইউনিয়নের একটি স্বাস্থ্য ক্লিনিকে টিকা দিতে এসে সংকটের কারণে ফিরে যাচ্ছেন লোকজন। আট মাসের শিশুকে টিকা দেওয়ার জন্য পৌরসভার টিকাকেন্দ্রে যোগাযোগ করেন জেলা সদরের আতাশপুর গ্রামের গৃহিণী কামরুন নাহার রকসি। পৌরসভার টিকাকেন্দ্রে না পেয়ে সিভিল সার্জনের কার্যালয়ে যোগাযোগ করেন। সেখানেও একই তথ্য পান। নির্ধারিত সময়ে শিশুকে টিকা দিতে পারবেন কিনা এ নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে বলেন, টিকার মতো একটি গুরুত্বপূর্ণ সেবা এভাবে বন্ধ থাকা খুবই দুঃখজনক। অনেক অভিভাবক নির্ধারিত সময়ে শিশুর টিকা দিতে পারেননি। দ্রুত পদক্ষেপ নিয়ে এই সমস্যা সমাধান করা জরুরি।

কয়েকজন মাঠকর্মী জানায়, গত এক মাসের বেশি সময় ধরে হাম ও রুবেলা টিকার সরবরাহ বন্ধ রয়েছে। এর আগেও এমন সংকট হয়েছে।

এ বিষয়ে মাসুম ইফতেখার বলেন, শিশুদের শরীরে প্রয়োগ করা এসব টিকা বিদেশ থেকে আনা হয়। মাঝেমধ্যে সংকট হয় তবে আগামী কয়েক দিনের মধ্যে সংকট কেটে যাবে। জন্মের দুই বছর বয়স পর্যন্ত শিশুদের এসব টিকা দেওয়া হয়।

RA/WA