ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঝালকাঠিতে রুম টু রিডের নানা আয়োজন

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০১:৫৬ পিএম

ঝালকাঠিতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা "রুম টু রিড" এর উদ্যোগে জেলার তালিকাভুক্ত বিদ্যালয়সমূহে চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৫ উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সংস্থাটির জেন্ডার ইকোয়ালিটি পোর্টফোলিও'র আওতায় আয়োজিত সদর উপজেলার নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে শুরু হয় এ প্রতিযোগিতা।

এতে সভাপতিত্ব করেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান মো. জলিলুর রহমান আকন্দ।

এ সময় উপস্থিত ছিলেন- রুম টু রিড বাংলাদেশ ঝালকাঠির মাস্টার ট্রেইনার ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বিন-ই-আমিন, সোস্যাল মোবিলাইজার চামেলী আক্তার, নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক শাহনাজ রহমান, রুম টু রিড ফোকাল টিচার জান্নাতুল ফেরদৌস ও জাফর ইকবাল।

"আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি,সাহসে লড়ি- দেশের কল্যাণে কাজ করি" স্লোগানে এবারের কন্যাশিশু দিবস পালনে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয় সামিয়া সুলতানা, ২য় নুপুর ও ৩য় রাশি দাস। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম হয় জিনিয়া আহমেদ, ২য় নুহা এবং ৩য় বুশরা। উপস্থিত বক্তৃতায় প্রথম তাবাসসুম, ২য় তানহা ও ৩য় স্থান অধিকার করে ইফাত।

এদিন অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রুম টু রিড ঝালকাঠি অফিসের সোস্যাল মোবিলাইজার চামেলী আক্তার, মাস্টার ট্রেইনার বিন-ই-আমিন। পরে ৭ম শ্রেণির ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অভিভাবক ও গর্ভনিং বডির সদস্যরা।

সমাপনী অনুষ্ঠানের বক্তৃতায় প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ বলেন, রুম টু রিড চমৎকার আয়োজন করেছে। তাদের সেশনগুলো সময়োপযোগী। যারা মনোযোগ সহকারে রুম টু রিডের অধিবেশনে উপস্থিত থাকবে, তারা নিজেদের দক্ষ ও মানবিক মানুষ হিসেবে তৈরি করতে পারবে।

NJ
আরও পড়ুন