ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঝালকাঠিতে ‘রুম টু রিড' এর অবহিতকরণ সভা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পিএম
ঝালকাঠিতে রুম টু রিড বাংলাদেশের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সংস্থাটির ঝালকাঠি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
 
রুম টু রিড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ইফফাত জেরিণের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা শিক্ষা অফিসার মো. আ. জব্বার।
 
প্রকল্পের সিনিয়র অফিসার ইসরাত জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রোগ্রামের মাস্টার ট্রেইনার আনিসুর রহমান পলাশ, নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান মো. জলিলুর রহমান আকন্দ, আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, জেডএ ভূট্রো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সুগন্ধা পৌরআদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন জোমাদ্দার,তিমিরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অমল কৃষ্ণ, রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চক্রবর্তী, প্রধান শিক্ষক সুনিল বরণ হালদারসহ সদর উপজেলার সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সোশ্যাল মোবিলাইজাররা। 
সভায় স্বাগত বক্তব্য রাখেন ঝালকাঠির শাখা ব্যবস্থাপক কামাল হোসেন। প্রোগ্রামের সার্বিক দিক তুলে ধরেন ইফফাত জেরিণ। এ সময় মাধ্যমিক বিদ্যালয়ের প্রোগ্রামের সফলতা ও লব্দ প্রশিক্ষণ বিষয়ে সার্বিক বিষয় তুলে ধরেন মাস্টার ট্রেইনার বিন-ই-আমিন ও আনিসুর রহমান পলাশ। 
 
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ প্রোগ্রামের ভুয়সী প্রশংসা করে বলেন, প্রোগ্রামটি ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুল মুখী করতে সহায়তা করবে।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জব্বার বলেন, বিদেশি অনেক প্রোগ্রামের সঙ্গে আমরা জড়িত। রুম টু রিড তাদের মধ্যে অন্যতম। প্রোগ্রামটি শিক্ষার্থীদের আরো বেশি দক্ষ করে তুলবে। তাদের বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলতে সহায়ক হবে। প্রধান শিক্ষকদের এই প্রোগ্রাম বাস্তবায়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান। 
NJ
আরও পড়ুন