চট্টগ্রাম-সন্দ্বীপ ফেরি সার্ভিস চালু ২৪ মার্চ

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০২:৪৪ পিএম

চট্টগ্রাম-সন্দ্বীপ ফেরি চলাচল শুরু হচ্ছে আগামী ২৪ মার্চ। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে ছেড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ১৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্র চ্যানেল পাড়ি দেবে ফেরি।

শনিবার (৮ মার্চ) সকালে ফেরি চলাচলের অবকাঠামোগত কাজের অগ্রগতি পরিদর্শন এসে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

এ সময় তার সঙ্গে ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে উপদেষ্টা ড. ফাওজুল কবির খান জানান, আগামী ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিস চালু করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। উদ্বোধনের আগে একাধিকবার পরীক্ষামূলকভাবে ফেরি চালানো হবে। বিআইডব্লিউটিএ ট্রায়াল পর্বের মাধ্যমে সংকট অনুসন্ধান ও প্রাপ্ত সমস্যাগুলো কাটিয়ে উঠতে কাজ করবে। বিশেষ করে জোয়ার-ভাটার সময়ে ফেরি চলাচল কেমন হবে, সে বিষয়ে সময়সূচি চূড়ান্ত করা হবে।

২০২২ সালে চট্টগ্রামের সন্দ্বীপে ফেরি সার্ভিস চালু করার উদ্যোগ নেয়া হয়েছিল, কিন্তু ৫ মার্চ সার্ভিস উদ্বোধনের কথা থাকলেও প্রস্তুতির অভাবে তা পিছিয়ে যায়।
 
এছাড়া, গুপ্তছড়া ঘাটে ব্রিজের মাথায় ভাটার সময় যাত্রীরা কাদার মধ্যে ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য স্টিমার ও স্পিডবোটের মাধ্যমে যাত্রী ওঠানামা করার ব্যবস্থা নিতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের নির্দেশ দেন উপদেষ্টা ড. ফাওজুল কবির খান।
 
বাঁশবাড়িয়া ঘাটে ৮০০ মিটার রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে, এবং গুপ্তছড়া ঘাটে ৫০০ মিটার রাস্তা নির্মিত হয়েছে। আরও ২০০ মিটার রাস্তা নির্মাণ করা হবে। এছাড়া, ফেরির জেটি, গাড়ি পার্কিং ইয়ার্ডসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজ চলছে। উভয় ঘাটের জন্য পল্টুনও ইতোমধ্যে চলে এসেছে।

SN/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত