চট্টগ্রামের বাঁশখালীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ ফাহিম (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের পুঁইছড়ি ফুটখালী ব্রিজের উত্তর পাশে নতুন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাঁশখালী থানার এসআই জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মো. ফাহিম পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৪নং ওয়ার্ডের ফরেস্ট টিলা এলাকার মো. আব্দুর রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটি তার মামার সঙ্গে নানার বাড়ি যাওয়া পথে সিএনজি থেকে নেমে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।
পরে পুলিশ ও পরিবারের সদস্যরা এসে শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর নিহত শিশুর পিতা আব্দুর রহিম স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক ও কাভার্ডভ্যানটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কক্সবাজারে সাপের ছোবলে শিশু নিহত