খাগড়াছড়ির মাটিরাঙায় মিনিট্রাকের ধাক্কায় তাসিব (১৭) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বাইল্যাছড়ি যৌথখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসিব চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছোয়াবিল এলাকার সামসুল হক এর ছেলে। এ সময় একই এলাকার তারেক (১৮) নামের আরো এক যুবক গুরুত্বর আহত হয়েছে। তারা দুজনেই (টুরিস্ট) বেড়াতে এসেছিল।
স্থানীয়রা জানান, আজ বিকেলে মাটিরাঙ্গায় খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের যৌথখামার এলাকায় মিনিট্রাকটি ও (ঢাকা মেট্রো-ন ১৫৩৪৫৪) মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুইজনের মধ্যে ১ জন ঘটনাস্থলেই নিহত হয়।
গুরুত্বর আহত হন মোটরসাইকেলে থাকা অপরজন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করায়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছে।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চালকের মৃত্যু