ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গোপালগঞ্জে সরকারি জায়গা দখল নিয়ে সংঘর্ষ, আহত শতাধিক

দীর্ঘ ছয় ঘণ্টা সংঘর্ষ শেষে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের জায়গা দখল নিয়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা  জানায়, মহারাজপুর ইউনিয়ন পরিষদের জায়গা দখলে নিতে পার্শ্ববর্তী মোচনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদারের নেতৃত্বে শতাধিক লোক মঙ্গলবার সকালে সেখানে যায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে  মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর, নারায়ণপুর গ্রামসহ আশপাশের কয়েক গ্রামের লোকজন এতে বাধা দেয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে দুপক্ষের প্রায় শতাধিক লোকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, দীর্ঘ পাঁচ-ছয় ঘণ্টা সংঘর্ষ শেষে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

RA