ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মাইলস্টোন ট্রাজেডি: ঢাকাতেই দাফন করা হবে জারিফকে

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৩:৪৮ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মেনেছে সপ্তম শ্রেণীতে পড়ুয়া রাজবাড়ীর জারিফ ফারহান (১৩)। 

শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জারিফ।

জারিফ রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরের মোঃ হাবিবুর রহমানের ছেলে। বাবা ব্যবসায়ী হওয়ার সুবাদে উত্তরার ১২ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে, ৬৩ নম্বর বাসায় মা-বাবা ও বোনের সাথে থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত জারিফ। এক ভাই ও এক বোনের মধ্যে জারিফ ছিল ছোট।

জারিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচা রফিক উদ্দিন আহমেদ বলেন, তার মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। আমার ভাইয়ের দুই সন্তানের মধ্যে জারিফ ছিল ছোট এবং সবার আদরের। ওর মৃত্যুর খবর শুনে আমরা সবাই ঢাকায় যাচ্ছি।

তিনি আরো বলেন, রাজবাড়ীতে আমাদের গ্রামের বাড়ি হলেও দীর্ঘদিন ধরে তারা সপরিবারে ঢাকায় বসবাস করে এবং সেখানে ওদের লেখাপড়াসহ বেড়ে ওঠা। জারিফের মা ও বোনের ইচ্ছায় জারিফকে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ আছর ১২ নম্বর সেক্টরের মসজিদে জারিফের জানাজা শেষে ওই কবরস্থানে তাকে দাফন করা হবে। ওর জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ যেন ওকে বেহেস্ত নসিব করেন। 

এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জারিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জারিফের শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল চত্বরের একটি দোতলা ভবনের ওপর গিয়ে বিধ্বস্ত হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।

NJ
আরও পড়ুন