ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চুয়াডাঙ্গায় ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৭:৫১ পিএম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫ টা ৩৮ মিনিটের সময় উথলী রেলস্টেশনের আপ পয়েন্টে এ ঘটনা ঘটেছে। এরপর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

উথলী স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, খুলনার মোংলা থেকে সিরাজগঞ্জগামী মালবাহী ট্রেনটি উথলী রেলস্টেশনে দাঁড়িয়ে ছিলো। রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন পার করে দেওয়ার পর মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি ছাড়ার পর স্টেশনের আপ পয়েন্টের কাছে মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়। বিষয়টি পাকশী বিভাগীয় কার্যালয়কে জানানো হয়েছে।

ইতিমধ্যে ঈশ্বরদী রেলস্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন রওয়ানা দিয়েছে। লাইনচ্যুত গার্ডব্রেকটি উদ্ধার না হওয়া পর্যন্ত এই রুটে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে।

MMS
আরও পড়ুন